ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪

অটোরিকশা বন্ধ না করে নিয়মের মধ্যে আনতে চাই : চাঁদপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ । ৩১ জন

নতুন করে পৌরসভা থেকে অটোরিকশার লাইসেন্স দেয়া হবে না। তবে মানুষেরও কর্ম দরকার। আমরা বন্ধ করতে চাই না, কিন্তু নিয়মের মধ্যে নিয়ে আসতে চাই বলে জানিয়ছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহরের যানজট নিরসনে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, জেলাবাসীর স্বার্থে কাজ করতে এসেছি। তারমধ্যে প্রধান কাজ নাগরিক সেবা নিশ্চিত করা। সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। যানজট এখন এই শহরের সবার জন্যে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দলমত নির্বিশেষে সকলেই এই যানজট থেকে পরিত্রাণ চায়।’

সিএনজিচালিত অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা লাইসেন্স নতুন করে দেয়া যাবে না। যাদের আগে থেকেই লাইসেন্স ছিল তাদের হয়ত নবায়ন করার জন্য দেয়া যেতে পারে।’

ইজিবাইক প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘ইজিবাইকের দুটি কালার করতে চাই। আজকে যে কালার চলবে কালকে সেই কালার চলবে না। বৈধভাবে লিস্ট করে কালার করে দিতে হবে। ইজিবাইক যদি অর্ধেক হয়ে যায় তাহলে শহরে যানজট অনেকাংশেই কমে যাবে। তবে অটোরিকশা বা ইজিবাইকগুলো এনলিস্ট করতে হলে আগামী ৩০ দিনের মধ্যে করতে হবে। কোনো অটোরিকশা বা ইজিবাইকের চালকের ডানপাশে কেউ বসতে পারবে না।’

ফুটপাতের দখল নিয়ে তিনি বলেন, ‘যানজটমুক্ত করতে হলে ফুটপাতগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানই তার দোকানের সামনে কিছু জিনিসপত্র রেখে ফুটপাত দখল করে নিচ্ছে। সেসব স্থানও মুক্ত করতে হবে।’

শহরে বড় গাড়ি চলাচল প্রসঙ্গে তিনি বলেন, ‘জরুরি পণ্যসেবা ছাড়া শহরে লরি, ট্রাক, তেলবাহী গাড়িগুলো রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলবে। দিনের বেলায় শহরের এ সমস্ত ট্রাক, লরি ও কার্গো ভ্যান চলবে না।

বাস ও মাইক্রোবাস চলাচল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘আইদি বা বোগদাদ পরিবহনের বাস বাসস্ট্যান্ড থেকে ছাড়ার পর নির্দিষ্ট টিকিট কাউন্টার ছাড়া যাত্রী উঠানো যাবে না। মাইক্রোবাস রাস্তায় দাঁড়িয়ে রাখা যাবে না। মাইক্রোবাসের কোনো স্ট্যান্ড থাকে না। যেহেতু এটা কোনো বাণিজ্যিক পরিবহন না।’