ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ । ১২ জন

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিয়ে গফরগাঁও-বরমী সড়কে উপজেলার বড় মৃধাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম আহম্মেদ একই উপজেলার কান্দিপাড়া গ্রামের শামীম শেখের ছেলে। তিনি ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গফরগাঁও-বরমী সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সিয়াম আহম্মেদ। বিকেল সাড়ে পাঁচটার দিকে বড় মৃধা বাড়ি মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সিয়াম গুরুতর আহত হন। এসময় আহত হন অটোরিকশার দুই যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি শিবিরুল ইসলাম।