ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  • অন্যান্য

অবশেষে নীরবতা ভেঙে ময়মনসিংহ থেকে স্বল্প দূরত্বে ছুটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৪ ১:১১ অপরাহ্ণ । ৪২ জন

কারফিউয়ের কারণে ১২ দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ স্টেশন থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে নীরবতা ভেঙে প্রাণ ফিরতে শুরু করেছে স্টেশন এলাকায়। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টায় নেত্রকোনার মোহনগঞ্জ ও ৭টায় ঝারিয়াগামী লোকাল ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়।

এ ছাড়া সকাল ৭টায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়েছে। বিকেল ৩টায় জামালপুর কমিউটার ট্রেনও ঢাকা থেকে ছাড়ার কথা রয়েছে।

এ দিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে ট্রেন চালুর প্রথম দিন যাত্রী উপস্থিতি কম দেখা গেছে। সব রুটে ট্রেন চলাচল শুরুর দাবি জানিয়েছেন যাত্রীরা।

ময়মনসিংহ রেলওয়ের জংশন স্টেশনের সুপারেন্টেন্ড নাজমুল হক খান জানান, কয়েকদিনের মধ্যেই সব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।