ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

আগস্ট মাসে সারাদেশে অগ্নি দূর্ঘটনা ১৬৬৭ টি

পাবলিকহেলথ ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ । ২৫৩ জন

চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে ১ হাজার ৬৬৭টি আগুনের ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় ৮ জন নিহত  এবং ২৮ জন আহত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় আগুনের ঘটনা ঘটে ১২৮টি যেখানে আহত হয়েছে ১ জন। কেউ নিহত হয়নি। আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যেমকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে সারাদেশে ১ হাজার ৬৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৪১৬টি, ময়মনসিংহ বিভাগে ৮১টি, চট্টগ্রাম বিভাগে ২৭৬টি, রাজশাহী বিভাগে ২৭৭টি, খুলনা বিভাগে ২৪৪টি, সিলেট বিভাগে ৫৫টি, বরিশাল বিভাগে ৭৭টি ও রংপুর বিভাগে ২৪১ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাস থেকে আগস্ট মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে ১৯৬টি। গত জুলাই মাসে সারাদেশে ১ হাজার ৪৭১টি আগুনের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট মাসে সারাদেশে অগ্নিকাণ্ড ব্যতীত অন্যান্য দুর্ঘটনার সংখ্যা ৯৫৭টি। ঢাকা বিভাগে ২১১টি, ময়মনসিংহ বিভাগে ৪৫টি, চট্টগ্রাম বিভাগে ১৪৩টি, রাজশাহী বিভাগে ২৪৩টি, খুলনা বিভাগে ১১২টি, সিলেট বিভাগে ৩৯টি, বরিশাল বিভাগে ৩৯টি ও রংপুর বিভাগে ১২৫টি দুর্ঘটনা ঘটে। যেখানে ১ হাজার ৬১ জন আহত এবং ১৮৩ জন নিহত হয়। দুর্ঘটনাগুলোর মধ্যে ৬৩৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিস। এছাড়া রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ জনিত দুর্ঘটনা ১৪টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ১৫টি, লিফট দুর্ঘটনা ৩০টি, ভূমিধস ১৫টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ১০২টি দুর্ঘটনা ঘটে। সারাদেশে নদী, পুকুর ও পানিতে ডুবে ৫৭ জন নিহত হন। এ দুর্ঘটনাগুলোর মধ্যে শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৬৭টি দুর্ঘটনা ঘটে। এতে ২২ জন আহত ও ১১ জন নিহত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে আরও জনান, আগস্ট মাসে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ১০৭টি কলের মাধ্যেমে সেবা প্রদান করেছে। এছাড়া ১০৭৭টি কলের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগস্ট মাসে সারাদেশে মোট ১ হাজার ৬২ জন রোগী পরিবহন করে সেবা প্রদান করে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনে ১৩২টি অ্যাম্বুলেন্স কলের মাধ্যমে ১০১ জন রোগী পরিবহন করা হয়।