আগামীকাল ২০ নভেম্বর জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-২৮) বাংলাদেশের অবস্থান ও প্রস্তুতি সম্পর্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির সাথে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা সাড়ে বারোটায় এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
কপ-২৮ বা ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৮তম জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ সম্মেলন এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। এবারের সম্মেলনে বরাবরের মতো এ করভেনশনে স্বাক্ষর করা ১৯৮টি দেশের শীর্ষ নেতারা একত্র হয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো মোকাবেলা করতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে কথা বলবেন। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এ কনভেনশনের অংশ হিসেবে বরাবরই এই সম্মেলনে মিলিত হয়ে থাকে।
২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের পর থেকে জলবায়ু সম্মেলনগুলো বৈশ্বিক উষ্ণতাকে ‘২ ডিগ্রি সেলসিয়াসের নিচে’ সীমাবদ্ধ করার লক্ষ্যে এর বাস্তবায়ন এবং অগ্রগতির দিকে মনোনিবেশ করে আসছে এবং ‘তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার বিষয়ে কাজ করে যাচ্ছে।’
কবে এবং কোথায় কপ ২৮ অনুষ্ঠিত হবে?
এ-বছর ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ ২৮। এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দুবাইয়ের এক্সপো সিটিতে। ২০২০ সালে ওয়ার্ল্ড ফেয়ার এক্সপো-এর জন্য এটি তৈরি করা হয়েছিল।
কপ ২৮-এ কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে?
এ বছরের জুলাইতে কপ ২৮-এর সভাপতি এক ঘোষণায় জানান, এবারের শীর্ষ সম্মেলনে মূলত চারটি ‘বিশেষ পরিবর্তন’-এর ওপর মূল নজর দেওয়া হবে :
- জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার কার্যক্রম আরো ত্বরান্বিত করা;
- জলবায়ু অর্থ ব্যবস্থার রূপান্তর;
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনগণএবং প্রকৃতির ভূমিকা;
- এবং নারী, আদিবাসী, স্থানীয় সম্প্রদায়, তরুণদের শীর্ষ সম্মেলনে অন্তর্ভুক্তি নিশ্চিত করা।