ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
  • অন্যান্য

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন, পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ । ২৯২ জন

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‌’তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’। তাই তামাক নিয়ন্ত্রণে স্কুল কলেজসহ প্রতিষ্ঠান ও খেলার মাঠের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট ও জর্দা-গুল বিক্রি নিষেধ করাসহ যত্র তত্র তামাক বিক্রয় বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। এবং ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে এক সাথে কাজ করা জরুরী বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

আজ (৩১ মে ২০২৪) সকালে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন একথা বলেন।

তামাক নিয়ন্ত্রণে সাংবাদিকতাসহ বিভিন্ন অবদানের জন্য ভোরের কাগজের সেবিকা দেবনাথ ও ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক রুহুল আমিন, বেসরকারি গবেষণা সংস্থা টিসিআরসিসহ বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সম্মাননা দেয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিশ্ব তামাক মুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য “ তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি।“ একারণেই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে স্কুল কলেজসহ প্রতিষ্ঠান ও খেলার মাঠের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট ও জর্দা-গুল বিক্রি নিষেধের করাসহ যত্র তত্র তামাক বিক্রয় বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে এক সাথে কাজ করা জরুরী বলেও জানান তিনি।