ঢাকাসোমবার , ২৭ মে ২০২৪
  • অন্যান্য

আসছে বাজেটে তামাকের কর বাড়াতে অগ্রণী ভূমিকা রাখবো : মুজিবুল হক চুন্নু

নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ । ২০৩ জন

আগামী ২০২৪–২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের কর ও মূল্যবৃদ্ধির বিষয়ে অগ্রণী ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, এমপি।

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধিদের সাথে স্বাক্ষাতকালে এ কথা জানান তিনি।

এ সময় তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও অতিরিক্ত রাজস্ব আয় বাড়াতে হলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সিগারেটসহ সকল তামাকপন্যের কর ও মূল্য বৃদ্ধির বিকল্প নেই।

আগামী অর্থবছরের বাজেটে তামাক পণ্যে কার্যকরভাবে শুধু সিগারেট খাত থেকেই প্রায় ৪৭ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে। প্রায় ১৫ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহতি হবে এবং প্রায় ১০ লক্ষ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহতি হবে।

এ সময় ঢাকা আহছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারীসহ প্রতিনিধিগণ।