ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩

ইজরায়েলে ১০ হাজার কৃষিকর্মী পাঠাচ্ছে শ্রীলংকা

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ । ১৫৮ জন

কৃষিখাতে চাকরির জন্য নির্বাচিত শ্রীলঙ্কানদের প্রথম দল গত ১৮ ডিসেম্বর রাতে ইজরায়েলে রওনা হয়েছে।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক অনুসারে, কাতুনায়েকে বিমানবন্দর থেকে রওনা হওয়া এই দলে ত্রিশ (৩০) জন অন্তর্ভুক্ত ছিল।

বিশ (২০) জনের আরেকটি দল ১৯ ডিসেম্বর সকালে ইজরায়েলের উদ্দেশ্যে রওনা হবে, ত্রিশ (৩০) জনের আরেকটি দলকে এদিন রাতে ইজরায়েলে পাঠানোর কথা রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গত ১৮ ডিসেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মনুষা নানায়াক্কারা প্রথম ব্যাচের শ্রমিকদের বিমানের টিকিট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন যে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, ১০ হাজার শ্রমিক আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইজরায়েল যা্বে।

এসব কাজের জন্য কোনো পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশ যাওয়ার পর যদি ধরা পড়ে যে কেউ এই চাকরির সুযোগ পাওয়ার জন্য টাকা দিয়েছে, তাহলে তাদের ফিরিয়ে আনা হবে। কারণ উভয় সরকার যারা টাকা দিয়ে কাজে যাবে তাদের ফেরত পাঠানোর একটি চুক্তিতে পৌঁছেছে।

মন্ত্রী মানুশা নানায়াক্কারা আরো ঘোষণা করেছেন যে ইজরায়েলও নির্মাণ-খাতে কাজের সুযোগের জন্য বিশ হাজার কর্মী নিয়োগে সম্মত হয়েছে।