ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
  • অন্যান্য

ইজিবাইক চাপায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ । ১৫৭ জন

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের চাপায় সুলতান খান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (৭ জুলাই) সকালে উপজেলার বাংলাবাজার সড়কের কেজি স্কুলের সামনে ইজিবাইকের চাপায় তিনি আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুলতান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত আসমান খানের ছেলে। তিনি শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে ভাগ্নে ফারুকের বাড়িতে বেড়াতে আসছিলেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’