ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল থেকে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এই প্রাকৃতিক বিপর্যয়ে আরও ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মেদান শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর সুমাত্রার আঞ্চলিক ট্রাফিক পুলিশের পরিচালক মুজি এদিয়ান্তো বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, ওই সড়কের পাশে ভূমিধসের স্থানগুলোর মাঝে এখনও কিছু যানবাহন আটকা পড়ে আছে। তাদের সরিয়ে নিতে অন্তত দুই দিন সময় লাগবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর সুমাত্রা প্রদেশের পার্বত্য এলাকার চারটি স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২০ জনের মৃত্যু হয়।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ায় প্রতি বছরই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ১৭ হাজার দ্বীপপুঞ্জের দেশটির লাখ লাখ নাগরিক পার্বত্য অঞ্চলে এবং প্লাবনভূমির কাছাকাছি বাস করে।