ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩

ই-সিগারেটের প্রচারণা থেকে বিরত থাকতে দি ডেইলি স্টার এর প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ । ২০১ জন

মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে দি ডেইলি স্টার এবং সিএসআর উইন্ডো আয়োজিত “এ বেটার টুমরো” নামে ই সিগারেটের প্রচারণা কার্যক্রম থেকে বিরত থাকতে ডেইলি স্টারের প্রতি আহবান জানিয়েছে তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্প্রতি সামিট আয়োজক কর্তৃপক্ষকে অনুষ্ঠানটি বাতিল করার অনুরোধ জানিয়ে নীতিনির্ধারক, চিকিৎসক, শিক্ষাবিদ, আইনজীবীসহ বিভিন্ন সেক্টরের ১০ জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরিত একটি চিঠি সেখানে প্রেরণ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে এটি পরোক্ষভাবে BAT’s e-cigarette ব্র্যান্ডের প্রচারনা। তরুণ প্রজন্মের সুরক্ষায় এ ধরনের ক্ষতিকর পণ্যের প্রচারনা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরী। “A Better Tomorrow’ ট্রেডমার্ক আইনের অধীনে নিবন্ধিত এবং এটি বিএটি এর একটি উদ্যোগ। বিশেষজ্ঞরা বলেন, সিএসআর এর নামে ক্ষতিকর ই-সিগারেট ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরী।

উল্লেখ্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ‘এ বেটার টুমরো’ স্লোগান নিয়ে যুক্তরাজ্যে ‘VUSE’ ব্র্যান্ডের ই-সিগারেটের প্রচার করছে। তামাক কোম্পানিটি বাংলাদেশেও নানা ধরনের ইভেন্টে উক্ত স্লোগান প্রচারের মাধ্যমে তরুন প্রজন্মকে ই-সিগারেটে আসক্ত করার চেষ্টা করছে। প্রসঙ্গত ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী বাংলাদেশে তামাক কোম্পানির সিএসআর এবং তামাকজাত পণ্যের প্রচার নিষিদ্ধ। কিন্তু সিগারেট কোম্পানিগুলো গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করে শুধু মাত্র আইন ল্ঘংন করছে না, ক্ষতিকর ই-সিগারেটের প্রচারের চেষ্টাও অব্যহত রেখেছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য উন্নয়নে তামাক বিরোধী কর্মীরা ডেইলি স্টারকে ‘এ বেটার টুমরো’ নামে ই-সিগারেটের প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।

দি ডেইলি স্টারকে প্রেরণকৃত চিঠিটি স্বাক্ষর করেন, নাটাব এর সভাপতি মোজাফফর হোসেন পল্টু, মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরী, পরিবেশ বাঁচাও আন্দোলন এর চেয়ারম্যান আবু নাসের খান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এর সভাপতি ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক, ঢাকা আহ্ছানিয়া মিশন এর হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টর হেড ইকবাল মাসুদ, “প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠন এর মহাসচিব হেলাল আহমেদ, জনস্বাস্থ্য আইনজীবী ও নীতি বিশ্লেষক সৈয়দ মাহবুবুল আলম, ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী, সোসাইটি ফর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ এর টিম লিড আমিনুল ইসলাম বকুল এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্টোল এন্ড রিসার্চ সেল এর সদস্য সচিব মোঃ বজলুর রহমান।