ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪

এসডিজি অর্জনে স্বাস্থ্য খাতের সূচকের পরিপূর্ণ তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ । ১৪১ জন

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার। এসময়ের মধ্যে বাংলাদেশকে এসডিজির গোল-৩ অর্জন করতে হবে। স্বাস্থ্যখাতের লক্ষ্যমাত্রা অর্জনে ৪০টি সূচক রয়েছে। এরমধ্যে স্বাস্থ্যখাত যেসব বিষয় নিয়ে কাজ করছে এর পরিপূর্ণ তথ্য নেই বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক জরিপে উঠে এসেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জরিপের এ তথ্য তুলে ধরা হয়।

জরিপে দেখা যায়, এসডিজি গোল অর্জনে স্বাস্থ্য খাতের ৪০ টি সূচক রয়েছে। এসব ক্ষেত্রে সরকার কাজ করলেও পরিপূর্ণ তথ্য নেই। এ ৪০টি সূচকের মধ্যে চারটির কোনো সঠিক তথ্যই নেই। অন্যদিকে, ১০ সূচকের আংশিক তথ্য রয়েছে। আর বাকি ২৬টি সূচকের যাচাই করার মতো তথ্য আছে, তবে তা পরিপূর্ণ না।

যে চারটি সূচকের কোনো তথ্য নেই, তা হলো- ১. জন্মহার। ২. অনিরাপদ পানি, অনিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির অভাবে মৃত্যু হার। ৩. স্বাস্থ্য সুযোগ-সুবিধার অনুপাত (যেখানে সাশ্রয়ী মূল্যের প্রাসঙ্গিক প্রয়োজনীয় ওষুধের সুবিধা রয়েছে)। ৪. নির্বাচিত অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধী ভ্যাকটেরিয়ার কারণে রক্তপ্রবাহের সংক্রমণের তথ্য।