ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  • অন্যান্য

কাওরানবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ । ১২৭ জন

রাজধানীর কাওরানবাজার শুঁটকিপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (পুরুষ) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় এ ঘটনাট ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম রাকিবুল হক এ তথ্য জানান।

এসআই বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শুঁটকিপট্টি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’