ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বন্যাদুর্গত কৃষকদের মধ্যে ধানবীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ । ৩৪ জন

কুমিল্লা (দক্ষিণ) জেলার বন্যাদুর্গত কৃষকদের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) আজ সকাল ১০টায় ধানবীজ বিতরণ করেছে। বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য বার্ডের উদ্যোগে কৃষি অফিস ও ইউনিয়ন পরিষদের সহায়তায় বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন এবং চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের মোট ২৫৪ জন কৃষকের মধ্যে ব্রি-৭৫ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বার্ডের কৃষি ও পরিবেশ বিভাগের যুগ্ম-পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, প্রায়োগিক গবেষণা প্রকল্পের প্রধান গবেষণা পরিচালক ও প্রকল্প বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবু তালেব, সহযোগী প্রায়োগিক গবেষণা পরিচালক সাইফুন নাহার, উপ-পরিচালক আবদুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক এস. এম. হানিফ মজুমদার, প্রশিক্ষণ সহকারী বার্ড।

কর্মকর্তারা জানান ,আমন জাতের ধানের বীজ প্রদানের ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত বীজতলা তৈরি করে ধানের চাষ করতে পারবেন। উক্ত প্রায়োগিক গবেষণা প্রকল্পের আওতায় পরবর্তীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে মাছের পোনা, বিভিন্ন ধরনের সবজি বীজ ও মুরগির বাচ্চা বিতরণ করা হবে।