ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

ক্যামেরুনে ভূমিধসে নিহত ১১

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ । ২৩ জন

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ ভূমিধসের পর বহু নিখোঁজদের মধ্যে থেকে এখন পর্যন্ত ১১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ওইদিন ডিসচ্যাং শহরের কাছে লা ফালাইসে একটি খাড়া পাহাড়ের গায়ের সড়ক ধরে তিনটি যাত্রীবাহী বাস নিচে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার দিন প্রাথমিকভাবে চারজনের লাশ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এ বিষয়ে দেশটির পশ্চিমাঞ্চলের গভর্নর অগাস্টিন ফনকা আওয়া বলেন, শুক্রবার আরও সাতটি লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোতে পচন ধরেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অর্ধশতাধিক মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের ফলে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের কিছু অংশে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। দেশটির বাণিজ্যিক কেন্দ্র দৌয়ালার সঙ্গে ওই অঞ্চলের সংযোগকারী খাড়া সড়ক দিয়ে আঁকাবাঁকা পথে ভূমিধসের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করছেন আশপাশের বাসিন্দারা।