ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ । ৯ জন

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- হৃদয় মৃধা, একই এলাকার কাশিয়ানী টেকনিকেল স্কুলের ছাত্র বিশাল নাগ ও কাশিয়ানী উপজেলার বাসিন্দা দীপু দাস।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকি বলেন, ‘ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মোটরসাইকেল করে খেজুরের রস খেতে যাচ্ছিলেন তিন যুবক। মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এছাড়া নিহতদের লাশ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকি।