ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
  • অন্যান্য

গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ । ১০৯ জন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে।

গত ১০ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আবদুল মোমেন, এমপি, লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার রাজিব আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।