ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে খুলনায় বৃষ্টি, বইছে দমকা বাতাস

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ । ৩৪ জন

ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে খুলনা ও উপকূলীয় এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা বাতাস শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৩ অক্টোবর) খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল বৃহস্পতিবার আঘাত হানতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় দানা মংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দূরে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘দানা’-এ পরিণত হয়েছে।