ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

কপ-২৮-কে সামনে রেখে ঢাকায় সমাবেশ

জলবায়ু ন্যায্যতার দাবিতে ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় সমাবেশ

পাবলিকহেলথ ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ । ২৪৯ জন

জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে সারা বিশ্বই এখন সোচ্চার। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষ দিকে আছে বাংলাদেশ। তাই বাংলাদেশেও এ বিষয়ে সচেতনতা এবং কর্মকাণ্ড বেড়েছে। এরই অংশ হিসাবে আগামী ১৭-১৮ নভেম্বর জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ করবে আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডলে কর্মরত কয়েকটি পরিবেশবাদী সংগঠন। মূলত কপ-২৮-কে সামনে রেখেই ঢাকার এ আয়োজন।

বুধবার ১৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জলবায়ু ন্যায্যতা সমাবেশ-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। জলবায়ু ন্যায্যতা সমাবেশ-২০২৩-এর আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন সুলতানা কামাল।

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জলবায়ু সম্মেলনে (কপ-২৮) বিশ্বনেতাদের কাছে জলবায়ু ন্যায্যতার অধিকারগুলো জোরালোভাবে উপস্থাপন করতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

দুই দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর সিদ্ধেশ্বরীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আয়োজনে দেশি ও বিদেশি অংশীজনদের পাশাপাশি জীবাশ্ম জ্বালানিজনিত জলবায়ুসংকটের হুমকিতে থাকা উপকূলীয় ও অন্যান্য এলাকা থেকে প্রায় ৭০০ জন প্রতিনিধি এ আয়োজনে সরাসরি অংশগ্রহণ করবেন।

সমাবেশের আয়োজক সংগঠনগুলো হলো ব্ৰতী সমাজ কল্যাণ সংস্থা, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোস্ট ফাউন্ডেশন, গ্লোবাল ল থিংকার্স সোসাইটি, ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস, লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার সোসাইটি, ন্যাশনাল রিভার আলাইন্স, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।

এছাড়াও এ সমাবেশে যুক্ত আছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ আদিবাসী ফোরাম-সহ জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা।