ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

জলাশয় ভরাট করে ল্যাব নির্মাণ বন্ধের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ । ১৩৩ জন

জলাশয় ভরাট করে বিএডিসি-র ল্যাব নির্মাণকাজ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে নাগরিক সমাজ। রাজধানীর মিরপুরের গৈদারটেক এলাকায় জলাশয় ভরাট করে টিস্যু কালচার ল্যাব নির্মাণ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ল্যাব নির্মাণ বন্ধে এবং জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীকে গতকাল ৮ নভেম্বর শুক্রবার একটি চিঠিও দিয়েছে নাগরিক সমাজ। খবরসূত্র সংবাদ বিজ্ঞপ্তি।

নাগরিক সমাজের পক্ষে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির ও পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) গবেষণা অনুযায়ী, ১৯৯৫ সালে ঢাকায় জলাধার ও জলাভূমির পরিমাণ ছিল ২০ দশমিক ৫৮ শতাংশ। ২০২৩ সালে এর পরিমাণ কমে হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। একটি আদর্শ শহরে ১০ শতাংশ থেকে ১২ শতাংশ জলাশয় থাকার কথা। তার বিপরীতে রাজধানীতে রয়েছে মাত্র ২ দশমিক ৯১ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। জলাশয়গুলো ভরাটের প্রত্যক্ষ প্রভাবে সামান্য বৃষ্টিতে ঢাকা মহানগরে প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হয় আর পরোক্ষাভাবে ঢাকার ভূগর্ভস্থ পানির পরিমাণও কমে যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, ‘এ জলাশয় রক্ষায় হাইকোর্ট বিভাগে দায়ের করা একটি জনস্বার্থমূলক মামলা হয়েছে। হাইকোর্ট জলাশয়ে পুনরায় মাটি ভরাট এবং যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে বিএডিসিকে নির্দেশ দিয়েছেন। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন এ আদেশ স্থগিত করে হাইকোর্ট বিভাগে মামলাটি শুনানির আদেশ দিলে, বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে।’