ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ । ১৩৭ জন

বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের নিয়ে ৫ সদস্যের জাতীয়তাবাদী ‘ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠনকরা হয়েছে।

এতে মো. ইকবাল হোসেনকে (জনতা ব্যাংক) আহবায়ক ও মো. মোস্তাফিজুর রহমান (সোনালী ব্যাংক) কে সদস্য সচিব করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের নিয়ে এই আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম (রূপালী ব্যাংক), যুগ্ম আহবায়ক ইদ্রিস মিয়া (সোনালী ব্যাংক) ও যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান (অগ্রণী ব্যাংক)।