ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  • অন্যান্য

ট্রাকের ধাক্কায় অটোভ্যানের চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ । ১৩৫ জন

মাদারীপুরের শিবচরে মাটিভর্তি ট্রাকের ধাক্কায় অটোভ্যান দুমড়ে-মুচড়ে জাকির হোসেন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ (২৮ মার্চ ২০২৪) বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচ্চর-মাদবরচর আঞ্চলিক সড়কে খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেন (৪৫) বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মানিক হাওলাদারে ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার হাজিপুর এলাকার মতিমোল্লার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যান চালক জাকির যাত্রী নিয়ে মাদবরচর এলাকায় হাটে যাচ্ছিলেন। হাটের কাছাকাছি খাড়াকান্দি এলাকায় যাওয়ার পর একটি মাটিভর্তি ট্রাক ওভারটেক করার সময় পিছন দিক থেকে জাকিরের অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোভ্যানটি। এ সময় চালক জাকিরসহ আহত হন মোহাম্মদ খান (৫৫) নামে এক যাত্রী। পরে আহত দুজনকে উদ্ধার করে পাঁচ্চর এলাকার রয়েল হাসপাতালে নিলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ খানকে রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি সুব্রত গোলদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া ট্রাকটি পুলিশ জব্দ করেছে; তবে এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।