ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪

ডায়াবেটিক রোগে আক্রান্ত শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ । ২৮০ জন

দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে প্রতি ৯ জনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। এ সংখ্যা প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে আরও বেশি, অর্থাৎ দেশের প্রতি ৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে ভুগছেন। শুধু রোগীর সংখ্যাই নয়, ডায়াবেটিস বৃদ্ধির হারও দেশে বেশি।

বিশ্বের শীর্ষ ১০ ডায়াবেটিস উচ্চহার দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম (বাংলাদেশ : ১৪.২%) বিশেষজ্ঞরা বলছেন, যে হারে ডায়াবেটিস রোগ বাড়ছে, তাতে আগামী ২০৩০-২০৪৫ সালের মধ্যে শীর্ষ দেশের তালিকায় নবমে উঠে আসবে বাংলাদেশ।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের যৌথ সমীক্ষা, আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া তথ্য থেকে ডায়াবেটিসের এমন চিত্র পাওয়া গেছে।

পাকিস্তান: ৩০.৮%, কুয়েত: ২৪.৯%, মিশর:২০.৯%, কাতার: ১৯.৫%, মালয়েশিয়া: ১৯%, সৌদি আরবিয়া: ১৮.৭%, মেক্সিকো: ১৬.৯%, তুর্কি: ১৪.৫%, বাংলাদেশ: ১৪.২%, শ্রীলংকা: ১১.৩%, দক্ষিণ আফ্রিকা: ১০.৮%, ইরাক: ১০.৭%, যুক্তরাষ্ট্র: ১০.৭%, ইন্দোনেশিয়া: ১০.৬%, চায়না: ১০.৬%, স্পেন: ১০.৩%,থাইল্যান্ড: ৯.৭%

আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রাপ্তবয়স্ক (২০-৮০ বছর) মানুষদের মধ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮৫ লাখ। সে হিসাবে প্রতি ৯ জনের মধ্যে একজন ডায়বেটিসে আক্রান্ত। সমসংখ্যক প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসের ঝুঁকির (প্রি-ডায়াবেটিস) মধ্যে রয়েছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের যৌথ সমীক্ষায় দেখা গেছে, দেশের প্রতি ৫ জন প্রাপ্ত-বয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রতি ১০০ জন গর্ভবতী নারীর মধ্যে ২৬ জন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের পাশাপাশি ডায়াবেটিসজনিত জটিলতা বিশেষ করে পক্ষাঘাত, হৃদরোগ, পায়ে পচনশীল ক্ষত, অন্ধত্ব ও কিডনিসংক্রান্ত জটিলতার হারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতি ১০০ জন ডায়াবেটিস রোগীর মধ্যে ৬০ জন ডায়াবেটিসজনিত জটিলতায় আক্রান্ত। শুধু ২০ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।