ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি

ডায়াবেটিস ও পায়ের যত্নে ‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ চালু করল এপেক্স

সংবাদ বিজ্ঞপ্তি
নভেম্বর ১৬, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ । ১৯৩ জন

এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসে ‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ সার্ভিস চালু করেছে ‘ওয়াক ফর ওয়েলনেস’। এ ক্যাম্পেইনটি দিয়েই বিশ্ব ডায়াবেটিস দিবস উদ্‌যাপন করেছে এপেক্স এবং এর থেরাপিউটিক ফুটওয়্যার ব্র্যান্ড ডক্টর মক (Dr. Mauch)।

নিজেদের ট্রেডমার্ক ‘ফাইভ জোনস’ প্রযুক্তি ব্যবহার করে পায়ের তলায় প্রাকৃতিকভাবে উপস্থিত রিফ্লেক্স জোনগুলোকে স্টিমুলেট করে ড. মক। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের স্বনিরাময় এবং নিয়ন্ত্রক প্রক্রিয়াগুলোকে সক্রিয় করে। নির্বাচিত কয়েকটি স্থানে এপেক্স এই ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইসগুলো স্থাপন করছে।

মেশিনের ওপর দিয়ে হাঁটার সময় এতে পায়ের নিচে চাপ বণ্টনের চিত্র পাওয়া যায়, যা প্রাথমিক পর্যায়ে উচ্চচাপের অঞ্চলগুলো প্রদর্শন করে। এই শনাক্তকরণ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে রোগীদের সচেতনতা করে। একই সাথে এ তথ্য ব্যবহার করে প্রত্যেকের জন্য আলাদাভাবে কাস্টমাইজড জুতা তৈরি করে ডক্টর মক।

এপেক্স এবং ‘ডক্টর মক’ বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের সুস্থতার বিষয়ে গুরুত্ব দিয়ে এ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশি ফুটওয়্যার ব্র্যান্ডগুলোর মধ্যে শুধু এপেক্সেরই ‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ রয়েছে। এর সাহায্যে পায়ের উচ্চ চাপের বিন্দু প্রাথমিকভাবে শনাক্ত করা যায়। ফলে পায়ের স্বাস্থ্য-সমস্যাগুলো রোধ করার জন্য সময়মতো ব্যবস্থাও নেওয়া যায়।