ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ । ১৯৯ জন

বেসরকারী খাতের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর ২০২৩ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৪ কক্সবাজারের হোটেল সী প্যালেস এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব হাফিজ আহমেদ মজুমদার। কোম্পানীর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন সিইও মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে) ও পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব যেয়াদ রহমান, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনোয়ারুল হক, সিইও (চলতি দায়িত্ব)।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিএমডি জনাব উত্তম কুমার সাধু, এফসিএমএ, আহবায়ক, সম্মেলন ব্যবস্থাপনা কমিটি। সহস্রাধিক যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের উপস্থিতিতে মুক্ত আলোচনায় ২০২৪ সালের কোম্পানীর নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জোর দেয়া হয়। বর্ষসেরা পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষ হয়।