ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩
  • অন্যান্য

ঢাকার কেরাণীগঞ্জে জর্দ্দা কোম্পানিকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ । ২৪২ জন

ঢাকার কেরাণীগঞ্জে অনুমোদনহীন একটি জর্দ্দা কোম্পানিকে লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের একটি ভ্রামাণ্য আদালত। গতকাল মঙ্গলবার ০১ আগস্ট ২০২৩ দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম এ জরিমানা করেন।

র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করার সময় মিনহাজ কেমিক্যাল জর্দ্দা ফ্যাক্টরি লিমিটেড নামের অনুমোদনহীন প্রতিষ্ঠানের খোঁজ পেলে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস, মজুদ ও বিক্রি করার অপরাধে আরও ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা জব্দ ও ধ্বংস করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।