ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫

ঢাকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ । ৭ জন

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। শনিবার (১ মার্চ) সকাল ৯টা ৪মিনিটে একিউআই সূচক ৩০৪ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে আসে শহরটি।

এদিন বায়ুর গুণমান ও দূষিত শহরের তালিকায় ঢাকার বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’বা ‘বিপজ্জনক’ হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়।

এদিকে, চীনের বেইজিং, উজবেকিস্তানের তাসখন্দ ও ইরাকের বাগদাদ যথাক্রমে ২৩৮, ২২০ ও ১৭৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।