ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

একিউআই স্কোর ২৬২

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ । ২৩৭ জন

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৩ ডিসেম্বর বুধবার সকালে ঢাকার অবস্থান সবার উপরে। সকাল ৮টা ৫১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৬২ নিয়ে রাজধানীর বাতাসের মান রয়েছে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায়।

যথাক্রমে একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৯৬), করাচি (১৯৩) এবং ভারতের কলকাতা (১৯১)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। সাধারণত শীতকালে ঢাকার বাতাসের গুণমান অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। সেগুলো হলো : বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।