ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। আজ (২৭ মার্চ ২০২৪) বুধবার সকাল সাড়ে ৯টায় মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা দখল করে দোকানপাট বসা জায়গায় এ উচ্ছেদ অভিযান করা হয়। হাইওয়ে পুলিশের অভিযানের পর মহাসড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল দেখে লোকজনকে সন্তুষ্টি প্রকাশ করেন যাত্রী সাধারণ।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার বলেন, হাইওয়ে পুলিশের বিভিন্ন অফিসারদের সমন্বয়ে পরিচালিত এ উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চলাচলরত যাত্রী ও সচেতন মহল। আমাদের এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।