ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

তীব্র অগ্নাশয় প্রদাহ বা একিউট প্যানক্রিয়াটাইটিস কেনো হয়, করণীয় কী

পাবলিকহেলথ ডেস্ক :
মার্চ ৪, ২০২৪ ৭:০০ পূর্বাহ্ণ । ২০৬ জন

প্যানক্রিয়াটাইটিস কী?
অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। অগ্ন্যাশয়ের প্রদাহকে প্যানক্রিয়াটাইটিস বলে। দুই প্রকারের প্যানক্রিয়াটাইটিস দেখা যায়ঃ তীব্র/অ্যাকিউট (Acute) এবং দীর্ঘমেয়াদী (Chronic)। আজ আমরা তীব্র (Acute) অগ্নাশয়ের প্রদাহ সম্পর্কে জানব।

কী হয়?

# পেটের উপরিভাগে তীব্র ব্যথা

# পেটের ব্যাথা পিঠের দিকে ছড়িয়ে পড়া

# পেট ফুলে যাওয়া

# পেটে পানি আসা

# বমি বমি ভাব ও বমি হওয়া

# জ্বর

# শ্বাসকষ্ট

# অগ্নাশয় বা পিত্তনালী বন্ধ হয়ে যাওয়া

# অতিরিক্ত ঘাম হওয়া

# ডায়রিয়া

কেন হয়?
অগ্ন্যাশয়ের প্রদাহের অন্যতম কারণগুলো হচ্ছে : মদ্যপান, পিত্তথলিতে পাথর ও অগ্নাশয়ের বংশগত রোগ ইত্যাদি। এছাড়াও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, পেটে আঘাত পাওয়া বা প্যানক্রিয়াটিক ক্যান্সার এর কারণে এই প্রদাহ হতে পারে।

কী করণীয়
অগ্ন্যাশয়ে হঠাৎ প্রদাহ একটি জরুরি অবস্থা। যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করতে হয়। মনে রাখতে হবে, আইসিইউ-এর ব্যবস্থা রয়েছে, এমন হাসপাতালে রোগীকে ভর্তি করা ভাল। কারণ এ সময়ে হঠাৎই রোগীর বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে আইসিইউ বা এইচডিইউ জরুরি ।

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পুরোপুরি সেরে যেতে পারে। কেউ যদি বারবার প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হন, তখন প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্থ হতে থাকে । সে ক্ষেত্রে শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায় । তাই পরবর্তীতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। তাই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে ঘাবড়াবেন না। বরং চিকিৎসকের পরামর্শ মেনে চললে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব ।

চিকিৎসা না করলে কী হবে ?
প্যানক্রিয়াটাইটিস থেকে অনেক ধরণের জটিলতা দেখা দিতে পারে । যেমন অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্থ হলে সেখানে যে পাচক রস থাকে, তা জমে সমস্যা তৈরি হতে পারে। প্যানক্রিয়াটাইটিসের কারণে রোগী শকে (Shock) চলে যেতে পারে এবং প্রাথমিক অবস্থায় প্রাণহানির আশঙ্কা তৈরি করে। ভবিষ্যতে ডায়বেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পিত্তনালি সরু হয়ে জন্ডিস হওয়ার সম্ভবনাও থাকে। অগ্নাশয়ের চারপাশে পানির মত তরল জমে সিস্ট (Pancreatic pseudocyst) তৈরি হতে পারে যা থেকে পরবর্তীতে ব্যথা, সংক্রমণ ও ফাটলের সম্ভাবনা থাকে। এমনকি অগ্ন্যাশয়ের পচন ধরতে পারে যাকে Necrotising pancreatitis বলে। তীব্র (Acute) অগ্ন্যাশয়ের জটিলতা দীর্ঘস্থায়ী (Chronic) রূপ ধারণ করতে পারে।

কৃতজ্ঞতা ও সূত্র : হেলথ এন্ড হোপ হাসপাতাল, পান্থপথ, ঢাকা।