ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০২৪

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৯

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৪ ২:২১ অপরাহ্ণ । ২৯ জন

রাজধানী সিউল থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে আনসান শহরের একটি চৌরাস্তায় স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে দিনমজুরদের বহনকারী একটি ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানটি উল্টো লেনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এসব হতাহতের ঘটনা ঘটে। ভ্যানে থাকা পাঁচ শ্রমিককে নিকটস্থ হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে অন্তত একজন চীনা নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার চীনা দূতাবাস।

শনিবার (২৪ আগস্ট) দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

রাজধানী সিউল থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে আনসান শহরের একটি চৌরাস্তায় স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে দিনমজুরদের বহনকারী একটি ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানটি উল্টো লেনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এসব হতাহতের ঘটনা ঘটে। ভ্যানে থাকা পাঁচ শ্রমিককে নিকটস্থ হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহতদের মধ্যে অন্তত একজন চীনা নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার চীনা দূতাবাস।

দুর্ঘটনাকবলিত ভ্যানের চালকসহ সাতজন আহত হয়েছেন। আর যাত্রীবাহী গাড়িতে থাকা দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ধারণা করছে, ভ্যানটি মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।