ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

দিল্লিতে ঘন কুয়াশায় ১১০ ফ্লাইট বাতিল, ট্রেন চলাচলও ব্যাহত

পাবলিকহেলথ ডেস্ক :
ডিসেম্বর ২৭, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ । ২৩৮ জন

ভারতের দিল্লিতে ঘন কুয়াশায় উড়োজাহাজ ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খারাপ হয়ে যাওয়ায় যানবাহন ও উড়োজাহাজ পরিষেবার ওপর প্রভাব পড়ছে। ট্রেন ও ফ্লাইট বাতিল হওয়ায় কয়েক হাজার যাত্রী সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে দিল্লি বিমানবন্দরের ১১০টির বেশি ফ্লাইট কুয়াশার কারণে ওঠানামায় বিলম্ব বা বাতিল করা হয়। যাত্রীদের সর্বশেষ ফ্লাইটের তথ্যের জন্য তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভোরের দিকে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে আসে। শৈত্যপ্রবাহ চলতে থাকায় দেশটির আবহাওয়া অফিস রাজধানীতে ঘন কুয়াশা নিয়ে একটি জরুরি সতর্কতা জারি করেছে।

দিল্লি ছাড়াও পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাবের অনেক জায়গায় এবং উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় ঘন থেকে তীব্র কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরাখণ্ডের কয়েকটি জায়গা সহ রাজস্থানের বিচ্ছিন্ন জায়গাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

কুয়াশার কারণে দিল্লিগামী ২৫টির মতো ট্রেনও ছাড়তে বিলম্ব হয় বলে উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। রাস্তাগুলোও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশজুড়ে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

কুয়াশার কারণে সামনে কিছু দেখা না যাওয়ায়, দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে। যে কারণে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই মৌসুমে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।