ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৪ ২:২১ অপরাহ্ণ । ১৭ জন

নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে সড়কের ওপর তার জানাজা শেষে দাফন করা হয়। বৃদ্ধ রুসমত খান ওই গ্রামের মৃত আক্তার খানের ছেলে।

এর আগে, সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে গ্রামের ডোবার পাশে মাটির সড়ক দিয়ে যাওয়ার পথে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন রুসমত খান। রাতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ডোবা পুকুর পাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। বাড়ি থেকে কিছুটা দূরে রাতে ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

এদিকে, টানা তিনদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুর্গাপুরের সীমান্ত এলাকা গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়িঘর, রাস্তা, পুকুর ও ফসলি জমি পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে। ফলে ডোবা বা খাল চেনার উপায় নেই।

বৃদ্ধের ভাতিজা আলাল খান বলেন, ‘পানিতে পুকুরও ভেসে গেছে। কোনদিকে পুকুরের গভীরতা তা বোঝার উপায় নেই। এ পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। তিনি আরও বলেন, ‘চারপাশেই পানি, সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।’

ইউপি সদস্য রুহুল আমীন বলেন, ‘আমি খোঁজ নিয়েছি, মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’