ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪

দেশিটার দাম বেশি, ক্রেতারা ঝুঁকছেন আমদানি করা পেঁয়াজের দিকে

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ । ১২১ জন

নাগালের মধ্যে আসছে না দেশি পেঁয়াজের দাম। তুলনামূলক দাম কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন আমদানি করা পেঁয়াজের দিকে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের আড়তগুলো ঘুরে প্রায় সবখানেই দেখা মেলে মিশর ও পাকিস্তানি পেঁয়াজের।

ব্যবসায়ীরা বলছেন, প্রায় মাসখানেক ধরে বাজারে এসব পেঁয়াজ এলেও এখন বেড়েছে চাহিদা। মিশরের পেঁয়াজ বাজারে এসেছে ১৫-২০ দিন আগে। শুরুতে কেজিপ্রতি ৯০-৯৫ টাকা বিক্রি হলেও এখন তা কমে পাইকারিতে বিক্রি হচ্ছে ৮৩-৮৬ টাকায়; আর খুচরা বাজারে মিলছে ৯০-৯২ টাকায়।

প্রায় একই সময়ে বাজারে আসা পাকিস্তানি পেঁয়াজ শুরুতে ১০০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা কমে ৯০ টাকায় নেমেছে। অবশ্য খুচরা বাজারে এখনও বিক্রি হচ্ছে ১০০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ১০৫ টাকা, আর খুচরায় ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, দেশি পেঁয়াজের দাম বাড়তি থাকায় বিদেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে। আগের তুলনায় বেড়েছে বিক্রিও। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে এদিন পাইকারিতে ফরিদপুরের দেশি পেঁয়াজ কেজিতে ১০৩-১০৪ টাকা ও পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫-১০৬ টাকায়। দুদিন আগেও যা বিক্রি হয়েছে ১১০ টাকা কেজিতে।