ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪

দেশে অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৪ ১:০০ অপরাহ্ণ । ২৬ জন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) আজ (৩ অক্টোবর) আগামী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ৯টা থেকে শুরু হবে।

মৌসুমী বায়ু বিহার, পশ্চিমবঙ্গ হয়ে আসাম হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলে প্রবাহিত হয়। এর একটি যুক্ত খাদ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ও শ্রীমঙ্গলে যৌথভাবে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১২০ মিলিমিটার (মিমি)।