ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
  • অন্যান্য

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ । ২৪১ জন

নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পাঁচ জন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই মাইক্রোবাসের যাত্রী। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পরে দুজন মারা গেছেন। গুরুতর আহত আরও চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, নরসিংদী সদর হাসপাতালের মর্গে সাত জনের লাশ রয়েছে।