ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৫ ১:১২ অপরাহ্ণ । ৯ জন

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে একটি রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মো. আব্দুল মান্নাফ ও মো. বাচ্চু মিয়া। তারা দুজনই স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।

স্থানীয়রা জানায়, অটোরিকশাটি একজন যাত্রীসহ আমিরগঞ্জে অরক্ষিত রেল ক্রসিং পাড় হচ্ছিল। এ সময় হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ট্রেন তাদের অটোরিকশাটি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রী নিহত হন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘হাসনাবাদ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।’