ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  • অন্যান্য

নারী ও দরিদ্রদের কর্মসংস্থানকে গুরুত্ব দেয়া হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ । ৫১ জন

মৎস্য ও প্রাণিসম্পদকে যেন বড় করে দেয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সেই চেষ্টা থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কৃষিকে যত বড় করে দেখা হয়, মৎস্য ও প্রাণিসম্পদকে ততটা বড় করে দেখা হয় না। এখন থেকে যেন দেখা হয়, সে চেষ্টা থাকবে।

ফরিদা আখতার বলেন, এই খাত থেকে যে খাবার ও পুষ্টি জনগণ পাবে, তা যেন নিরাপদ হয়, সে চেষ্টা থাকবে। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নারী ও দরিদ্রদের কর্মসংস্থানকে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।