ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

নারী, যুব ও শিশুবান্ধব নগরী গড়তে নাগরিক প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ । ১৯৯ জন

পথশিশুরা খাদ্য ও পুষ্টি এবং শিক্ষা ও আবাসনের অধিকার থেকে বঞ্চিত। তাদের অনেকে শিশুশ্রমে এবং কেউ কেউ ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। কেউ কেউ আবার ভিক্ষাবৃত্তিতে ব্যবহৃত হচ্ছে। খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ থেকে তারা বঞ্চিত। তাদের কেউ কেউ পাচার ও ধর্ষণের মত অপরাধের শিকার হচ্ছে। সাধারণভাবে বেশিরভাগ শিশু বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মাঠের অভাবে খেলার সুযোগ থেকে বঞ্চিত। নারীদের জন্য জনসমাগমের স্থানগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেট কিংবা মাতৃদুগ্ধদানের জায়গা নেই এবং টয়লেটগুলোতে স্যানিটারি প্যাড কোথাও থাকে না বললেই চলে। ট্র্যান্সজেন্ডার মানুষের জন্য টয়লেটের ব্যবস্থা কোথাও আলাদা করা থাকে না। মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সমস্যা যুবদের মধ্যে দুটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া, যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। এসব প্রেক্ষাপটে নাগরিক সংলাপগুলো থেকে নিম্নলিখিত পরামর্শগুলো উঠে আসে:

•পথশিশুদের আবাসন, শিক্ষা ও অন্যান্য অধিকারের সুরক্ষা নিশ্চিত করা

•মোবাইল ফোনের আসক্তি থেকে শিশুদের রক্ষা করা (খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি)

•জনসমাগমের স্থানগুলোতে (পাবলিক প্লেস) মাতৃদুগ্ধদানের স্থান সংরক্ষণ করা

•জনসমাগমের স্থানগুলোতে (পাবলিক প্লেস) পর্যাপ্ত সংখ্যক নারী/ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধীবান্ধব টয়লেট রাখা

•প্রতিবন্ধী, নারী ও প্রবীণ নাগরিকদের যাতে যানবাহন, পাবলিক টয়লেট ও গণপরিবহন ব্যবহারে
কোন সমস্যা না হয়, সেজন্য সুবিধাজনক ব্যবস্থা রাখা

•যুবদের কর্মসংস্থানের জন্য কারিগরী প্রশিক্ষণ প্রসারিত করা ও উদ্যোক্ত ঋণ সহজলভ্য করা

•উদ্যোক্তাদের জন্য লাইসেন্স ও বিভিন্ন ধরনের সরকারি অনুমোদন সহজপ্রাপ্য করে তোলা। যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা বা উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, যার মাধ্যমে সকল ধরণের অনুমোদন ও ছাড়পত্র পাওয়া সহজ হয় ও ভোগান্তি দূর হয়।

•মাদকাসক্তি থেকে যুবদের রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা

•শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর-কিশোরী স্বাস্থসেবা ও মানসিক কাউন্সেলিং সেবার ব্যবস্থা রাখা