ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

নৌপথে মানুষের হয়রানি যাতে না হয় : উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ । ৬ জন

নৌপথে মানুষের হয়রানি যাতে না হয়, সেই নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অনেক স্থান থেকে অভিযোগ আসে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। ঘাট ইজারা টিকেট ১০ টাকা। কিন্তু অতিরিক্ত টাকা নেওয়া অবৈধ হলেও সেটা নেওয়া হচ্ছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঘাটে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ যদি আসে আর সে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইজারাদারের ইজারা বাতিল করে দেওয়া হবে। নৌ ও পরিবহন মন্ত্রণালয় প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করে।

তিনি বলেন, বড় প্রজেক্ট নয়; ছোট প্রজেক্টেও মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। ভোলার প্রত্যন্ত অঞ্চলেও ঘাট তৈরি করে দিয়েছি, যাতে সেখানকার মানুষের উন্নতি হয়।

উপদেষ্টা বলেন, নৌ ও পরিবহন মন্ত্রণালয় কাজই করছে প্রান্তিক অঞ্চলে। আমাদের কোনো মেগা প্রজেক্ট নেই যে ঢাকা শহরে বা অন্য কোথাও বানাবো। যতই আমরা রেল করি, যতই সেতু বানাই আবহমান কাল থেকে নৌপথের গুরুত্বটা রয়ে গেছে। এক সময় ছিলো আমরা নৌপরিবহনের মধ্যেই ছিলাম; এখনও তাই। কম খরচে পরিবহন নদী পথেই সম্ভব।

এর আগে তিনি ইলিশা লঞ্চ ঘাটের সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং লঞ্চ ঘাটের সার্বিক চিত্র ও পরিস্থিতি পর্যবেক্ষন করেন।