ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  • অন্যান্য

ডিএনসিসির মশক নিধন অভিযান

পরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ডেসকো’র কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৩ ৭:৫৫ পূর্বাহ্ণ । ২২৪ জন

ডিএনসিসির মশক নিধন অভিযান পরিচালনাকালে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসে পরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ডিএনসিসির অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর ১৩নং সেকশন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনাকালে ডেসকো’র অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ, ও খোলা জায়গায় কোথাও জমা পানি না পাওয়ায় এবং পুরো অফিস পরিচ্ছন্ন থাকায় ডেসকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমান বলেন, ‘অভিযানে ডেসকো’র অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ ও খোলা জায়গা পরিদর্শন করে কোথাও জমা পানি পাওয়া যায়নি। পুরো অফিসের পরিবেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এডিসের লার্ভা যেন জন্মাতে না পারে সেজন্য তারা পুরো অফিসটি নিয়মিত পরিষ্কার রাখছে, জমা পানি ফেলে দিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এই সচেতনতা অত্যন্ত জরুরী। তাই ডেসকো’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’

তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছি। এডিসের লার্ভা পেলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। তবে এডিসের লার্ভা পাওয়া না গেলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে ডিএনসিসির পক্ষ থেকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে এই উদ্যোগ।’

এসময় অভিযানে মিরপুর এলাকায় প্রায় ১০০টি ভবন, স্থাপনা, জলাশয়, রেষ্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে। লার্ভার উৎসস্থল ধংস করা হয়েছে। পরিদর্শনকালে ভবিষ্যতে লার্ভা উৎপন্ন হতে পরে এমন স্থানসমূহে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । লিফলেট বিতরণ ও মাইকিং করে ডেঙ্গুর বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন করা হয়েছে।