ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ । ৭৯ জন

গাছের সঙ্গে জীবশ্রেণির সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রাণীর অস্তিত্ব বজায় রাখতে গাছ মুখ্য ভূমিকা পালন করে। তাই স্থান-পরিক্রমায় জীবকুলের উপকারার্থে স্রষ্টা উদ্ভিদকুলকে বৈচিত্র্যময় করে সাজিয়েছেন। তারা নিজেদের অস্তিত্ব রক্ষায় পরস্পর নির্ভরশীল। অথচ প্রতিনিয়ত গাছ কর্তন করে শুধু মানুষরাই নিজেদের সব প্রাণিকুলের সর্বনাশ ডেকে আনছে। তাই গাছ কাটা প্রতিরোধ করে মানুষের বসবাসে পরিবেশবান্ধব গাছ লাগান।

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি। আমাদের দেশটিকে এমন মায়াবী রূপ দিয়েছে প্রধানত এ দেশের গাছপালা। নানা প্রজাতির গাছ আমাদের দেশে বিদ্যমান। পরিবেশ রক্ষায় গাছের তুলনা হয় না। গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন-ডাই অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমন্ডলে অক্সিজেন ত্যাগ করে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতে গাছের অবদান রয়েছে। গাছ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে।

এ ছাড়া, গাছ শহুরে হিট আইল্যান্ড প্রভাব কমাতে সাহায্য করে। ‘শহুরে হিট আইল্যান্ড’ বলতে বোঝায়, শহরের ভবন এবং ফুটপাতের অতিরিক্ত তাপ শোষণের ফলে শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি অনুভব হওয়া। তাই শহরে গাছ রোপণের গুরুত্ব একটু বেশি। আমাদের উচিত খালি জায়গা পেলে গাছ রোপণের উদ্যোগ নেওয়া। কেননা, একমাত্র আমাদের এই পরম উপকারী বন্ধুটি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে বেশি সাহায্য করতে সক্ষম।

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ অথবা ‘গাছ আমাদের প্রকৃত বন্ধু’ ইত্যাদি বাণীগুলো বিভিন্ন দেয়াল, যানবাহনের পেছনে এবং পাঠ্যপুস্তকে দৃশ্যমান। আমরা ছোট্টবেলা থেকে বাণীগুলো পড়তে পড়তে বড় হয়েছি। কিন্তু পরিতাপের বিষয়, বাণীগুলোর প্রকৃত অর্থ উপলব্ধি করতে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছি। যার ফলে, নির্বিচারে বৃক্ষনিধন কার্যক্রম পরিচালনা করতে সামান্যতম কুণ্ঠাবোধ করি না। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে এ প্রক্রিয়া চলমান রেখেছি। নির্বিচারে বৃক্ষনিধনের ফলে তাপমাত্রা বৃদ্ধিসহ নানা দুর্যোগের মুখোমুখি হই আমরা।

এ ছাড়া ১টি বড় বৃক্ষ কাটলে অন্তত ১০টি গাছের চারা রোপণ করতে হয়, আমরা তা বেমালুম ভুলে গেছি। ‘এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না’ কাল মার্কসের বিখ্যাত উক্তির যেন বাস্তব প্রতিফলন আমরা। এত এত বাণী পড়ার পরও নিজেদের জীবনে তা বাস্তবায়ন করছি না। তাই আসুন, মানসিকতার পরিবর্তন ঘটায় এবং বাণীগুলো ধারণ করি ও চর্চা করি।