ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  • অন্যান্য

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ । ৬৯ জন

জয়পুরহাট, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় গতরাতে রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬’টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা হচ্ছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও ছোট ছেলে শোয়াইব (৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার সময় পাঁচবিবি উপজেলার বাগজানা রেল স্টেশন এলাকায় পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে রেল লাইন দিয়ে হাটছিলেন। এসময় পিছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা দিলে অনেক দূরে ছিটকে পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, উপজেলার বাগজানা রেল গেইটের দক্ষিণ দিকে রেল স্টেশন এলাকায় রেল লাইন ধরে হাটার সময় পিছন দিক থেকে আসা ট্রনের ধাক্কায় মা ও ছোট ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রেল লাইনের ঘটনা ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশ দুটি জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠান।