ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩

পাকিস্তান

পিটিআই সভাপতির পদ ছাড়ছেন ইমরান খান

পাবলিক হেলথ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ । ১৭৯ জন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার নিজ দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

তোশাখানা মামলা বা উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নেওয়া বা দলীয় প্রধানের পদে থাকার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে ইমরানকে। ফলে পিটিআই সভাপতির পদে তিনি আর থাকতে পারছেন না।

পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে দলের নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে। তবে এ মুহূর্তে অস্থায়ীভাবে সভাপতির পদে নিজের আইনজীবী ব্যারিস্টার গহর আলি খানকে মনোনীত করেছেনে ইমরান। তবে সভাপতি হিসেবে না থাকলেও তিনি দলের প্রধান নেতা হিসেবে থাকবেন।

খবরে আরো জানা গেছে, দলের সভাপতি পদের নির্বাচনে ইমরান খান অংশ নেবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। তবে আদালত যদি ইমরান খানের ওপর থেকে ‘অযোগ্য আদেশ’ তুলে নেয়, তখন তিনি আবার চেয়ারম্যান পদে ফেরত যাবেন। ইমরানের দলের লোকেরা বলছেন যে তাঁকে ছাড়া পিটিআই কিছুই নয়। পিটিআই হচ্ছে ইমরান খান এবং ইমরান খান হচ্ছেন পিটিআই।