ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

পুনঃবীমা কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বিআইএ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ণ । ১৮৯ জন

নন লাইফ বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম গ্রহণের সময় ১৫ শতাংশ মূল্য সংযোজন কর –ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা দেয়। ঝুঁকি ব্যবস্থাপনার স্বার্থে বীমা কোম্পানিগুলো প্রিমিয়ামের একটি অংশ আবার পুনঃবীমাকারীকে প্রদান করে থাকে। পুনঃবীমার জন্য দেয়া এই প্রিমিয়ামের ওপর আবার ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। একবার পুরো প্রিমিয়ামের ওপর ভ্যাট কর্তন করার পর দ্বিতীয়বার ঐ প্রিমিয়াম থেকে পুনঃবীমার অংশে ভ্যাট কর্তন করার সুযোগ নেই। কিন্তু বিদেশে পুনঃবীমার জন্য পাঠানো প্রিমিয়ামের ওপর দ্বিতীয় দফায় ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন বিআইএ নির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ইমাম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সি মনিরুল আলম তপন।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিমের সভাপতিত্বে ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রাক বাজেট সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি শেখ কবির হোসেন এবং সহ-সভাপতি (লাইফ) নাসির উদ্দিন আহমেদ পাভেল ও সহ-সভাপতি (নন-লাইফ) এ কে এম মনিরুল হক শীর্ষ নেতাদের কেউই অংশ নেয় নি। এনবিআর সুত্র জানায়, জাতীয় বাজেটের মতো গুরুত্বপূর্ণ আলোচনায় প্রতিবছরই বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনকে আমন্ত্রণ জানানো হলেও তাদের সভাপতি ও সহ-সভাপতিদের কেউই অংশ নেয় না। প্রতিবছরের ন্যায় এবারও তারা কর কমানোর বেশ কিছু দাবি উত্থাপন করেছে। এনবিআর চেয়ারম্যানের আহবানের পরও বিআইএ’র শীর্ষ নেতৃত্বের বৈঠকের বছরের পর বছর প্রাক বাজেট আলোচনায় অংশ না নেয়ার বিষয়টি শোভন নয় বলে জানায় এনবিআরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। জানা গেছে, এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনার চেয়ে সরকারের উচ্চ মহলের দেন-দরবারের স্বাচ্ছন্দ্য বোধ করেন বিআইএ’র শীর্ষ নেতারা।

প্রাক বাজেট সভায় বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন স্বাক্ষরিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায়, বীমা কোম্পানির কর্পোরেট কর হার ৩৭.৫ শতাংশ থেকে কমানোর দাবি জানানো হয় এনবিআরের কাছে। একইসাথে জীবন বীমার পলিসি হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স প্রত্যাহার, স্বাস্ব্য বীমার উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার এবং কৃষি বীমা, গবাদীপশু বীমা,বিভিন্ন ধরনের শস্য বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর প্রস্তাব দেয়া হয়।