ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

প্রবাসী কর্মীদের প্রশিক্ষণের সনদ আন্তর্জাতিক মানের নয় : আসিফ মনির

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৪ ২:০১ অপরাহ্ণ । ১০০ জন

আমাদের এখান থেকে কর্মীদের দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার পর যে সনদটি দেওয়া হয়, সেটি আন্তর্জাতিক মানের স্বীকৃত নয় বলে জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। তিনি বলেন, এই স্বীকৃতিটি আন্তর্জাতিক মানের করার দায়িত্ব একমাত্র সরকারের।

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাপ্তাহিক প্রবাসন ‘ইউরোপ ও উন্নত বিশ্বের শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসন খাতের সংস্কার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

তিনি আরও বলেন, কেয়ারগিভিংয়ের দক্ষতা বাড়ানো প্রয়োজন। এর পাশাপাশি ভাষার দক্ষতাও বৃদ্ধি করতে হবে এবং সেটি যদি সামগ্রিকভাবে শিক্ষাগত যোগ্যতায় নিয়ে আসা যায়, তবে কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সাপ্তাহিক প্রবাসনের সম্পাদক খোকন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- রাবিডের সভাপতি আরিফুর রহমান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রেমিত খন্দকার ও সাপ্তাহিক প্রবাসনের সম্পাদকমণ্ডলীর সদস্য মো. ইলিয়াস হোসেন প্রমুখ।