ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

বাগেরহাটে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ । ৫ জন

বাগেরহাটে মেডিকেল অ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবিতে ক্লাস-বর্জন করে আন্দোলন করেছেন। এতে ওই সড়কে প্রায় আধঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের দুই পাশে যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীরা বাগেরহাট-খুলনা মহাসড়কের পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন, বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয়, শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল ও হিমসহ আরও অনেকে।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেওয়া।