ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

বায়ুদূষণে ঢাকা আজ চতুর্থ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ । ৫৩ জন

বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান ৪ নম্বরে। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে ঘানার আক্রা। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণ তালিকায় শীর্ষে থাকার আক্রার স্কোর ২৮৪ অর্থাৎ বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের স্কোর ২৪৫ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

তালিকায় ৩ নম্বরে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরের স্কোর ২২২ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ১৯৬ অর্থাৎ এখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল গত বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।