ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করবে – বিডা ও সিডাব্লিউইআইসি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ । ৫২৫ জন
ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এক সঙ্গে কাজ করবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডাব্লিউইআইসি)।

গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, সিডাব্লিউইআইসি বিশ্ব বাজারে বাংলাদেশকে উপস্থাপনসহ, কমনওয়েলভুক্ত দেশগুলো থেকে অধিক হারে বিনিয়োগের সুযোগ করে দেবে। সেই সঙ্গে বাংলাদেশে তাদের হাব অফিস খোলা হবে, যাতে দেশের ব্যবসায়ীরা খুব সহজেই অন্য দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে পারে এবং কমনওয়েলভুক্ত দেশসমূহ থেকে বিনিয়োগ আনতে পারে।

সিডাব্লিউইআইসির চেয়ারম্যান লর্ড মারল্যান্ড বলেন, আমরা কমনওয়েলভুক্ত ৫৬ দেশের মধ্য অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে কাজ করি। আমাদের কাজ হলো কমনওয়েলভুক্ত দেশসমূহের আর্থ-সামাজিক ও আবকাঠামো উন্নয়ন, পলেসি পর্যবেক্ষণ করা, সেদিক দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্বল। কমনওয়েলভুক্ত দেশসমূহের মধ্যে ভারত ও নাইজেরিয়ার মতো বাংলাদেশের অর্ধেক জনসমষ্ঠির ৩০ এর নিচে, সেই সঙ্গে বাংলাদেশে রয়েছে বিশাল মার্কেট যা সহজেই বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। ঢাকায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের হাব অফিস স্থাপিত হলে, কমনওয়েলভুক্ত দেশসমূহের ব্যবসায়ীদের মধ্য আন্তঃ যোগাযোগ বহুলাংশে বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ দ্রুত সম্ভব হবে।

সভায় প্রতিষ্ঠান দুটি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ উন্নয়নে সহায়তার জন্য উভয়পক্ষের সম্মতিতে কাঠামো স্থাপন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা করে।