ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

মালয়েশিয়া

বিদেশি শ্রমিকদের জন্য হোস্টেল নির্মাণের প্রস্তাব, স্থানীয়দের আপত্তি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ । ৬ জন

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের থাকার হোস্টেল নির্মাণের প্রস্তাবে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। রোববার (১৭ নভেম্বর) মালয়েশিয়ার পেনাং রাজ্যের সেবারাং পেরাইয়ের জুরু এলাকায় ২’শয়ের বেশি মালয়েশিয়ান ৩২ তলা বিশিষ্ট বিদেশি কর্মীদের জন্য হোস্টেলের প্রস্তাবিত নির্মাণ প্রকল্পে আপত্তি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০ হাজারের বেশি শ্রমিকের ধারণক্ষমতা সম্পন্ন প্রকল্পটি নির্মাণের ফলে স্থানীয়দের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সামাজিক সমস্যা এবং অপরাধ বৃদ্ধি পাবে এবং যানজটের মতো সমস্যা দেখা দেবে।

এই এলাকায় ১০ বছর ধরে বসবাসকারী বাসিন্দা ড্যানি ট্যান (৩৯) জানান, বিদেশি শ্রমিকদের হোস্টেল নির্মাণের খবর শুনে তিনি অবাক হয়েছেন। তিনি বলেন, এই এলাকায় এমনিতেই অনেক বিদেশি শ্রমিকের বসবাস। এখন আরও একটি হোস্টেল নির্মাণ করা হলে এলাকাটি বিদেশিদের দখলে চলে যাবে।

ড্যানি ট্যান আরও বলেন, এই বিষয়টিই আমাদেরকে চিন্তিত করে। আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং অন্যান্য অনেক সমস্যা দেখা দেবে, যেমন শত শত বাস এবং ভ্যান এই এলাকায় বিদেশি শ্রমিকদের আনা-নেয়া করতে আসবে যার ফলে এই এলাকায় যানজট আরও বাড়বে।

৫৩ বছর বয়সি খোর টিসি বলেন, রাজ্য সরকারকে স্থানীয় বাসিন্দাদের জন্য এসব উপকারী প্রকল্পের দিকে মনোযোগ দেয়া উচিত, বিদেশি শ্রমিকদের জন্য নয়। আমরা উন্নয়ন বিরোধী নই তবে আমরা চাই না যে বিদেশিরা স্থানীয় বাসিন্দাদের আধিপত্য করুক। আমরা চিন্তিত যে তাদের উপস্থিতির ফলে পরিচ্ছন্নতা, রোগের সংক্রমণ, যানজট এবং বিদেশিদের সাথে জড়িত অপরাধের মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

জুরুতে বিদেশি শ্রমিকদের হোস্টেল নির্মাণের বিরোধী কমিটির চেয়ারম্যান ওয়াহিদ ওথমান বলেন, বিদেশি শ্রমিকদের হোস্টেল নির্মাণের প্রস্তাবের বিরোধী একটি চিঠি গত মাসে স্থানীয় সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল, তবে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

যদিও এই প্রকল্পটি এখনও শুরু হয়নি, তবে এটি নিঃসন্দেহে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে এই হোস্টেলে ২০ হাজারেরও বেশি বিদেশি শ্রমিক থাকবে বলে বলা হচ্ছে।

ওথমান বলেন, জুরু এলাকায় এরইমধ্যে অনেক বিদেশি শ্রমিক রয়েছেন এবং এই প্রকল্পের ফলে সামাজিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। এছাড়া বাসিন্দাদের বাসস্থানের কাছে নির্মাণ কাজের ফলে জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হতে পারে।